আটুল-বাটুল বন্ধু দুজন
বদের হাড্ডি পাড়ার সুজন।
ভালো কাজে লিপ্ত আটুল
দেখলে খারাপ ক্ষিপ্ত বাটুল।
ইশকুলে যায় আটুল-বাটুল
মা যে তাদের একই মাতুল।
অনেক ভালো পড়াশোনায়
স্যারেরা তো এটাই শোনায়।


তাদের পিছে লাগে সুজন
শত্রু তার যে ওরাই দুজন।
পড়াশোনা ভালো না সে
ধরলে পড়া দুষ্টু হাসে।
তাইতো পিটান জোরসে স্যারে
কান টানার পর- পিঠে, ঘাড়ে।
তবু সুজন বদের নাজির
খারাপ কাজে সে তো হাজির!