আয়রে আমার চাঁদ
ঘরের ভেতর আয়রে করি
আনন্দ আহ্লাদ।


চাঁদ কপালে টিপ দিয়ে যা
যাক, সরে যাক রাত-
আয় দেখে যা সোনামনির
রূপোর মতো দাঁত!


আয়রে ঘরে চাঁদ
আয় মামাচাঁদ, তবেই দেবো
আর খেলা সব বাদ।