বাবা,
আমার মনের ফুলদানিটার কাবা।
বাবা,
এই আকাশের ছায়ার মতো ভাবা।
বাবা,
ঘোর বিপদটা আটকে রাখা থাবা।
বাবা,
বিরতিহীন ভাবুক চালের দাবা।


তাঁকে,
কাছে পেলে ভুলি আমার মাকে।
সে যে,
আমার হৃদয় ফুলবাগিচা এ যে!
তাতো,
তিনি আমার বাবা আবার মা তো!
আমার,
সোনার স্মৃতি নয়তো ধাতব তামার।


আছে,
সুখের বড় চাবিখানা কাছে।
তবু,
ভুলতে তারে পারি নাকো কভু।
তিনি,
সারাজীবন তাঁর কাছে তাই ঋণী।
মায়া,
তিনি আমার একজীবনের ছায়া।