বাবা আমার বাবা
বিকাল হলে কত্তকিছু
যারই জন্য ভাবা।


অফিসখানা বাবার কেনো
এত্ত দূরে থাকে!
এত্ত বলেও বুঝাতে এই
পারিনা তো তাকে।


ভোর না হতেই কোথায় যে যান
পাগলা ঘোড়ার বেগে,
পাইনা বাবার ছোঁয়া আমি
ঘুম থেকে এই জেগে।


সন্ধ্যা এলে বাবা আসেন
একটু করে মুচকি হাসেন
দোকান থেকে খেলনা খাবার
পকেট ভরে আনেন।
তখন আমায় কোলের ভেতর
কেমন করে টানেন!


এমনি কেনো প্রতিটা দিন
বাবার আদর পাইনা
তাইতো মায়ের হাতের খাবার
সারাটাদিন খাইনা।


বাবার কাছে দাবি
আদর-সোহাগ খাদ্য-খাবার
দেন না বাবা আবার আবার
আপনি আমার ভালো কাজে
ভালো থাকার চাবি।