জায়গাজমি সব হারিয়ে বাঁদর গেছে গাছে
এর পেছনে কত খবর জানা কারো আছে?
সম্মানে সে থাকতো বাঁদর ঢিবি করে মাটির
বিচার-আচার করতে ছিলো চশমা বড় ডাটির।
বিচার শেষে রায় দিতো সে চশমা তুলে নাকে
ওপর থেকে ঠিক তখনই তাল ফেলালো কাকে।
কাকের দিলো ধাওয়া
সে তো কোথায়? হাওয়া!
বিচার গেলো আবাস গেলো খুঁজতে হবে কাকের
খুঁজতে গিয়ে দিশেহারা চুল হারালো টাকের!
কাক উড়ে যায় গাছের ডগায় বাঁদর ঝোলে গাছে
এইভাবে সে ডালে থাকে ডালে ঘুমায় নাচে!