আকাশ-বাতাস-মানুষ কেনো নিপতিত শোকে
কান্নাগুলো জমেজমে পাথর হলো চোখে?
গভীর সে রাত কুচকুচে আর ভরাট জমা কালি
কাটলো হৃদয় বাংলাদেশের চাকুই ফালিফালি।
কি কেটেছে, বাংলা মায়ের পিতার মাথার খুলি!
অবশ দেহ এক পরিবার সবাই খেলো গুলি!
ছোট্ট অবুঝ রাসেল ছিলো আদর কাড়া ছেলে
বাঁচার হাজার মিনতি তার ছুঁড়লো নিচে ফেলে।
সেই পরিবার মানেই দেশের নাম্বার ওয়ান মাথা
দানবরূপী জানোয়ারে করেই দিলো যা তা!


দানবেরা করলো ক্ষতি সেই সে ভয়াল রাতে
দুঃখ এলো অন্ধকারের জমাট কালোর সাথে।
হারালো এ জাতি সেদিন কতকিছু চোখে
তাইতো বাংলাদেশের হৃদয় কেঁপে ওঠে শোকে!