ব্যথাতুর জীবনের গল্পটা এই
ভালোবাসি যাকে আমি সেই কাছে নেই।
চলে গেছে বহুদূর যতদূর চোখ
পেয়ে গেছে সেই বুঝি আপনার লোক।


যার হাত এই হাতে সঁপেছিলো মন
আমাকেই পেয়ে ছিলো খুশি টনটন।
তবে কেনো চলে গেলো দূর বহুদূর
বুঝলো না হৃদয়ের ঝড়ো ভাংচুর!


এই ছিলো প্রেম তার এই ভালোবাসা
মিথ্যাতে গড়া যার মিথ্যা সে আশা।
তারপথ বেছে নিলো তারপথ ভালো
বেশ তুমি বেশ পারো আর আমি কালো।


আমি আছি বেশ ভালো সুখভরা সুখ
এতসুখ কোথা রাখি বুক এতটুক।
ভাঙামন কষ্টতে নিভু নিভু ঢেউ
এ কেমন জীবনটা বুঝলো না কেউ!