এত্তো দামী ফেট্টে গেলো ফটাশ
বাটুল মিয়ার কেনো তোরা চটাশ!
সে নাকি এই গাঁয়ের সেরা জ্ঞানী
সবসময়ই নিজের ধ্যানেই ধ্যানই।


সে যা করে সেটাই সবার সেরা
তার কাছেতে কেউ করেনা জেরা।
স্বার্থ ছাড়া যায়না বাটুল পাশে
তাকে সবাই কত্তো ভালোবাসে।


গাঁয়ের লোকে বাটুল নামে চেনে
যুক্তি দিয়ে কথা বলে টেনে।
নীতিকথা বাটুল বেশী জানে
সামনে সবাই তাকে দেখি মানে।


'ভাগ্য ভালো' -বলেন তাহার শ্বশুর
মেয়ে দিতে তাই করেনি কসুর।
কোনো কাজই বাটুল ছাড়া মেটে?
শুনে এসব যায় যে বাটুল ফেটে।