ইঁদুর যখন বিধুর ঘরে ঢোকে
কাগজ কাটে
হাঁড়ি চাটে
অলস বিধুর-
নাক ডেকে যায় ঘুম টেনে নেয় চোখে।


বিধুর ঘরে ইঁদুর হলো বের
সিঁড়ি ধরে
কী ওই ঘোরে-
বিধুর বিড়াল!
ঠিক তখনই পেলো বুঝি টের!


দেখলো বিড়াল, ইঁদুর বসা
পেছন ঘোরায় লেজ
বিধুর ঘরে বিড়াল এবার
ঝাড়ে সে কী তেজ!


উল্টে গিয়ে ধরলো বিড়াল
ইঁদুর মিয়ার ঘাড়
বিধুর ঘরের ইঁদুর এখন
বলো, এখন কার!