যুদ্ধ শেষে সবাই দেখি
মনটা খুলে হাসে,
বিশ্বম্যাপে দেশটি তখন
লাল-সবুজে ভাসে।


এরই মাঝে মা-দুখিনী
পুত্রশোকে কাঁদে,
রাজপথেরই রক্ত ঢালা-
নোনতা করা স্বাদে।


বিনিময়ে বিজয় এলো
বাবার তাজা লাশে,
কষ্টে কেনা বিজয় আমার-
বুক চিতিয়ে হাসে।


এলো বিজয় একাত্তরের
ডিসেম্বরের মাসে,
তাইতো বিজয় রাখতে যে চাই
বুকের অতি পাশে।