আঘাতের হাতছানিতে বিপদ আসে
গাড়ীর কার্ণিশে যদি হাতল থাকে
যাত্রীদের ঝাঁকুনি দৃঢ় হয়
তবে উড়োজাহাজে বগি পাখির ছায়া রচনা করে
অথচ বল্গা হরিণের খুরে জাগে
চিতার জিভ


যেখানে মোহাম্মদ সচেতন মক্কা সজাগ
যেখানে যীশু ঘুমিয়ে থাকে


আঘাত ফিরে আসে সহস্র সততায়
যুগান্তর মর্মাহত হয়
তাইতো বিপদ ফিরে আসে শ্রাবণ হয়ে