আমার স্বরে
না জাগুক প্রেম আর না জাগুক হিউমার
তথাকথিত বেদনায় ভাসে পেছনের বারান্দা


সিগারেট খাওয়া ঠোঁটে ওঠে খ্যাল খ্যাল হাসি
যেন হুতোমপেঁচার নকশায় টোপর লাগানো ঢেউ


অথচ বিরামহীন প্রজাপতির আছে নিবিড় পথচলা


বরং আধুনিকতা চলে গেছে ক্রমাগত অনাগতের দিকে
এদিকে বাতাসের ভাঁজে ভাঁজে ক্রমশ স্বজাতির গন্ধ


যেহেতু দুপুরটা রোদের তাতানো তেজ


তাই প্রজাপতি ঝাঁক বাঁধে
বিকেলের ফুলে