ফুল ফুটেছে কুমড়ো ফুলে লতিয়ে ওঠা শিরে
নাও ভীড়েছে যৌবনে ঢেউ প্রেম যমুনা তীরে
উঠলো ভেসে বাঁশির সুর
ছুটলো এ মন অনেক দূর
কোন রুপসী ঢুকলো বুকে হৃদয়খানি চিরে।

সন্ধ্যা সাঁঝের সময়টা যে অনেক লাগে ভালো
ও সুন্দরী মনের মাঝেই ঝিলিক বাতির আলো
কেওড়া বনের অন্দরে
গল্প হাসির প্রেম করে
আমিই নাকি তার জীবনে সাত বসন্তকালও।

শীতল করে মনটা হয়ে গেল যেন পূর্ণতার
স্বর্গসুখে দিন চলেরে কাটলো সময় শুন্যতার
দখিন বায়ু বটের ছায়
গেলো সময় খুব মায়ায়
প্রেমের তরে মান অভিমান যুক্ত হলো সঙ্গেতার।

বন্যপাখির চঞ্চলতা শুন্য আকাশ নিশান তার
লক্ষ আশায় মাঠের ফসল নেয় তখনি কিষাণ ভার
আশার আলো দুলকি ওঠে
জ্যোতির ছটা ফুলকি ছোটে।
এই আলোতে প্রেম যমুনায় কাঁটছি কত ডুব সাঁতার!

উড়তে চাইলো বাঁধন খুলে হঠাৎ পাখি দিক ছেড়ে
টানছে সুতো কোন বিদেশী যাচ্ছে আমায় কিক মেরে
ডুকরে কাঁদে স্মৃতির ঢেউ
নেইতো এখন আমার কেউ
একলা আকাশ পড়ছে পানি ভাঙ্গা ছাতায় শিক ছেড়ে।

এইতো হঠাৎ আছি আমি এখন তোমার যৌথ মুখ
এই ছিলোকি ওয়াদা তোমার স্বার্থ নিয়ে কাটাও সুখ
চলছো বুঝি মনখুলে
হারিয়ে গেলে কোনভুলে
চোখের ধারা হচ্ছে নদী এখন আমার শুন্য বুক।