বিশ্বাস এমন এক ভাইরাস; যেখানে গাছের সাথে তুলনা করা যায়। তার হাত-পা প্রসারিত বিস্তৃত আকাশস্থ সুদূর।
সীমাহীন প্রান্তর যেমন অণুজীব কিছুই না
বিশ্বাসের কাছে  রাতের শরীর, জোনাকির হৃদয়ে যেমন দুরন্তপনা সুন্দর
অবিশ্বাসীরা ধুঁকে ধুঁকে মরে পিপড়ার পায়ে পিষ্ট হয়ে
যেখানে কোকিল যায়
কাক তো নিজের গৌরবে বলীয়ান


সোচ্চার গাছ বিশ্বাসের গুণে আকাশ ছোঁয়
প্রাচীর জুড়ে রহস্য হতাশা ক্ষোভ না থাকলে
টপকে যেত অবিশ্বাসীরা


আমাকে বিশ্বাস করো-
আমি তোমাকে ষাট হাজার সেন্টিগ্রেডের সৌরতাপ ছোঁয়াবো
কথা দিলাম—