বলতে পারো আকাশ কোথায়
হেলান দিয়ে থাকে,
নীল নীলিমার মেঘের ডানায়
কোনসে ছবি আঁকে!


বলতে পারো সূর্য কোথায়
আগুন জমা রাখে,
সারাটাদিন গরম করে
দিনের আলোটাকে!


বলতে পারো চাঁদের কোথায়
পাহাড়গুলো রাখা,
বৃষ্টিগুলো মিষ্টি কেনো
হয়নি আজও চাখা!


বলতে পারো তারারা কেন্
থাকে দূরে দূরে,
প্রশ্ন এসব মাথার ভেতর
খাচ্ছে কেবল কুরে!