শেয়াল গেলো বনের ধারে
নদীর পাশে তীরে
কী জানি কি চিন্তা করে
আসলো আবার ফিরে।


ডাকলো ঘুঘু, কাকাতুয়া
ডাকলো হরিণ গাঁধার
সিংহাসনে রাজার দেয়া
জট খুলেছে ধাধার!


হরিণ শুনে লাফ দিয়েছে
বাইশ ফুটের ওপার
হরিণী তার শিং খুলে ওই
ফুল দিয়েছে খোপার।


বাদর ছিলো গাছের ডালে
ইঁদুর ছিলো নীচে
পেটমোটা ওই ভালুক দেখি
সিংহমামার পিছে।


বাহবা পেলো শেয়াল কারণ-
জয় করেছে ধাধা
বন চালানোর রাজা হতে
তাই হবেনা বাঁধা!


এসব বুঝে বললো ইঁদুর
তা বাপু তা ঠিক
রাজ্যখানি দাও ছেড়ে দাও
শেয়াল না হয় নিক!