সজনে গাছে চড়ুইপাখি
পিটিস পিটিস ছোট্ট আখি
চিউকচিউক ডাকে
খাঁচার ভেতর ময়নাপাখি
খোঁজে যেন কাকে!


আকাশপথে শালিক, টিয়ে
ইচ্ছে বেড়ায় পালক দিয়ে
মুক্তমনে ভেসে,
বুক ছেঁড়ে ওই ময়না, দেখে-
খাঁচার পাশে এসে।


সব পাখি পায় স্বাধীনতা
কিচিরমিচির কত্ত কথা
এ-ওর সাথে বলে,
কয়না কথা ময়নাপাখি
বন্দী থাকার ফলে।


বাংলা ছিলো ময়না হয়ে
পাক হানাদের গয়না হয়ে
বন্ধ খাঁচার মাঝে
এই পাখিটার শিকল এখন
গয়না হয়ে বাজে!