উঁচু পাহাড় সবচে উঁচু নীল আকাশের মত
তিনি মহান সবার মাঝে বীর বাহাদুর যত।
কাঁচের চেয়ে স্বচ্ছ তিনি কণ্ঠ ছিলো নরম
কণ্ঠ ছিলো প্রয়োজনবোধে লোহার চেয়ে গরম।
স্বপ্ন ছিলো এদেশটাকে অনেক উঁচু করার,
ইচ্ছে ছিলো খাটি সোনায় মানুষগুলো গড়ার।
দেশের মানুষ কেমন আছে খাবে কোথায় খাবার,
ইচ্ছে ছিলো সেই মানুষের কাছে ছুটে যাবার।
নিপীড়িত মানুষ যখন হাসি ভুলে কাঁদে
জর্জরিত বিষের আগুন হাজার অপবাদে।
তিনি তখন পাহাড় হয়ে আঙুল তুলে আসেন,
তাঁর ছোঁয়াতে এদেশ যেন উদ্বেলিত হাসেন!