ক- কলিম কাকা কোদাল কাঁধে
কোন্ কাজে কি করে,
খ- খবির খাঁ'য়ের খোঁচা খেয়ে
খোকার খড়ম খড়ে।


গ- গায়ের গরম গাধার গায়
গুগলি গেলো গরুর পায়।


ঘ- ঘটির ঘটরঘটর ঘায়ে
ঘামছি ঘুমের ঘরে,
চ- চাচীর চ্যাঁচানীতে চাচা-
চাপড়ে চ্যাঁচায় চড়ে।


ছ- ছম ছমাছম ছাতিম ছায়
ছ্যাতলা ছিঁড়ে ছাগল খায়।


জ- জমাজমির জন্য যখন
জিতবে না যেই জাতি,
ঝ- ঝুটঝামেলা ঝগড়া ঝেড়ে
ঝম ঝমাঝম মাতি।