গাছগুলো তো হঠাৎ করে
যাচ্ছে হয়ে বড়,
ফুলগুলো সব ফুটে ফুটে
বীজ করেছে জড়ো।


আকাশ ক্রমেই হচ্ছে বড়
বুঝি অনুভবে,
কিন্তু বলো মাগো আমি
বড় হবো কবে!


ডিম ফুটে ওই পাখির ছানা
উড়ু উড়ু করে,
ডানার ভরে যায় হারিয়ে
সেওতো দু'দিন পরে।


পুকুরভরা মাছগুলো সব
হঠাৎ বড় হবে,
কিন্তু বলো মাগো আমি
বড় হবো কবে!


কেবল জমা মেঘের ভাজে
জমাট ঝরে পানি,
দিনে দিনে বাড়ছে শুধু
আমার পেরেশানি।


ঘাসের বুকে ফড়িঙছানা
বের হয়েছে ফুটে,
কচি পাতা খাচ্ছে কুরে
খানিক পরে উঠে।


সেদিন রোয়া আমগাছেতে
আম ধরেছে সবে,
কিন্তু বলো মাগো আমি
বড় হবো কবে!