সবুজ পাতায় বৃষ্টি পড়ে হেলে পড়ে ডাঁটা
এমন সময় যায় কি বলো- ছাতার নীচে হাঁটা!
হাঁটতে গেলে গা ভিজে যায় দমকা জলের ছিটায়
আর ওদিকে ব্যাঙের বাজার দাম চুকানো মিটায়!


খালের ধারে বিলের পানি দ্রুতগামী ঘোড়া
আকাশে নেই জায়গা কোনো পাখির একটু ওড়া!
ঝরছে বৃষ্টি ঝর্ণাধারায় ওপর থেকে নীচে
হচ্ছে মনে যেন আমি সেন্টমার্টিনের বীচে!


কচুর পাতার বৃষ্টি যখন ঘুরে পড়ে তলায়
ব্যাঙের দেখি নতুন করে সুর উঠে যায় গলায়।
মেঘ সরে ওই আরেক মেঘে লেগে গেলো ঘর্ষণ
সৃষ্টি হলো বর্ষাকালের বাদ্য ও আকর্ষণ!