বোশেখ এলো চিকন হাড়ে
আগুন জ্বেলে রোদে
তাপের দাহে মেজাজ তাতে
রুক্ষ প্রতিশোধে।


কখনও-বা কালোমেঘে
ছোটায় ঘোড়া ঝড়ের বেগে
জ্যৈষ্ঠ কাঁচা আমে,
ঘর নাড়িয়ে গাছ দুলিয়ে
নদীর পাড়ে থামে।


বোশেখ আসে আকাশ থেকে
বিজলী চমক নিয়ে,
চকচকে হয় দেখলে দূরে
নীলচে আকাশটি-এ!