নীল নীহারিকার ঠোঁট
প্লুটোর সুতোতে গেঁথে যায় দূরে-


বিরামহীন আলগা আতশ ঝরে
দ্বাদশী রাতে-তালপাতার ফাঁকে ফাঁকে
মৌমাছির পেটপুরে মালতীর ঢেউ
উপছে পড়ে
এখানে অনেক কেতকী বেলী বকুল
সুতোর মাথায় হাসে
শুভ্র শিশির দানায় ডগমগ করে নীলাকাশ


আর বাতাসে মিশে গন্ধ
রোদের থিউরি পড়ে কচিপাতার বিরিয়ানি খায়-