কাচভাঙা এই, বোতল-
করিস কাকে কোতল!
রক্ত বেরোয় পা'য়
পথ ছেড়ে তুই যা- ওদিকে
দূর ছাই! দূর ছাই!


বোতল বলে- আমার দোষ!
কারণ আমি নন্দ ঘোষ!
ভাঙলো কে এই গা?
আমার কী নেই শরীর-মন, তাই-
ব্যথায় জ্বলে না?


ভাঙলো যে তোর খোলস, তারে-
কাটিস ধরে ঠ্যাং
তার হয়ে যাক পা ফুলে ঢোল-
ঝাপকোলা এক ব্যাঙ!