বৃহস্পতি তখন দীপ্ত হলো ফাগুনের গাঁদায় মিঠেল হাসি রঙ ধরলো বাঁশের কাঠ-
দূরবর্তী রোদ ছায়া ফেলতে ফেলতে কোলের ভেতর এলো মাথা গুঁজে ঘুমোতে
রাত্রিরা কোটি কোটি কালির রেণু খুলে দাঁত মেলে হাসতে হাসতে চোখের ডালিতে এসে মিললো এক কাজল রেখা-
ভয়ে শিউরে যখন ইঁদুর ছানারা এলো লুকাতে
বিড়ালের নরম হাতে বিলি কেটে খেলে শত কীট-


গা ধুয়ে শুঁকনো পিঠ চকচকে করে ঝর্ণার কেতকী ফুল আবীর মাখে।


এলোবাতাসে মেঘের কুঁচি খেলে তাড়ায় কালো মেঘ শরতের শেষ জল ঝরিয়ে হাসে প্রাণ খুলে
নীল ফিতা ধরা দেয় রঙধনু হয়ে পূবের আকাশে-জালিপাতার ওষ্ঠে।
বৃহস্পতি আসে সাতবৃত্তের সুখের খবর নিয়ে।