আকাশ থেকে বৃষ্টি নামে
সকাল শুরু বিকাল থামে
থমথমে হয় বেলা,
এমনি চলে বৃষ্টি-রোদের
লুকোচুরি খেলা।


কচুর পাতা পুঁইয়ের ডাটা
বৃষ্টি ধুয়ে দিচ্ছে টা টা
সকাল-বিকাল-সাঁঝে,
ঘরের ভিতর বাদ্য বাজে
একলা বুকের মাঝে।


বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতায়
সবুজ সবুজ স্বচ্ছ পাতায়
কচিব্যাঙের গালে,
বৃষ্টিজলে টেংরা-পুঁটি
খুশি ডোবা-খালে।


বললো ওদিক শালিক নেচে
হঠাৎ নাকি হয়ে গেছে
আকাশখানি ফুটো,
তার বাসারই তা দেয়া ডিম
পড়লো নিচে দুটো।