চাঁদের সাথে সূর্যমামার আবডালে হয় দেখা
সূর্য নাকি চাঁদ থেকে রয় দূরাকাশে একা!
চাঁদ যেখানে আলো দিয়ে সাদা পায়েশ রাধে
সূর্য দেখো আগুন ঢেলে একলা একা কাঁদে।
চাঁদের দেশে হালুম মামা বুড়ির সাথে খেলে,
সময় কাটায় আলোর খেলায় মিষ্টি আলো জ্বেলে।
আর ওদিকে সূর্যমামার গরম থাকে মাথা
দুপুর হলে নাস্তানাবুদ করে ফেলে যা-তা
শীতের দিনে তিনি সবার রাখেন মজার ওমে
গরম এলে শরীর তারে ধরেন যেন যমে।
কিন্তু দেখো চাঁদের আলো রাতকে সাজায় সাদা
আনতে আলো বলতে পারো কে দেয় তাতে বাঁধা?