চারআনা দুই সিকি
জ্বলে ঝিকিমিকি।
কষ্ট আছে মনে
ভাবায় সারাখনে।


প্রথম সিকি বলে-
আমাদের আর চলে!
জায়গা এখন এই যে
পথের ধারে মেলে,
অমনি রাখে সবাই
আস্তাকুঁড়ে ফেলে।


দ্বিতীয় সিকি বলে-
গা খানা তার জ্বলে
মিলতো আগে সোনা
এই আমাকে এনে,
এখন বাজার দেখি
কান ধরে দেয় টেনে।


টাকার নাকি কদর
দাম নেইকো মোটে,
কষ্টে মনে সিকি'র
স্মৃতিগুলো ফোটে।