চাঁদ বলল, পৃথিবীরে
কে বলো খুব কাছে?
সূর্য বুড়োর চেয়ে বেশী
শক্তি আমার আছে।


আমার ভয়ে সূর্যি বুড়ো
আসেনা তো রাতে,
তারার কথা বাদই দিলাম
বুঝতে পারো যাতে।


এসব শুনে পৃথিবীটা
বসলো এবার ঘুরে,
ভাবছে, এদের মধ্যে কে যে
সত্যিকারের দূরে!


আলাপগুলো এসব নিয়ে
উঠলো যখন জমে,
সূর্য-গরম ফোকাস ফেলে
চাঁদকে দিলো দমে।


রোদের আঁচে চাঁদের ফালি
যাচ্ছে যখন পুড়ি,
থমকে গেলো অবশেষে
চাঁদের বাহাদুরি।