ঘোমটা চাঁদে জোসনা তুমি
চরকা কাটা সুঁই,
খোকন সোনা তুমি আমার-
ফুল চামেলি, জুঁই।


আধার ঘরে আলোর খেলা
নেইতো কোন ভুল,
তুমি খোকন এই জীবনে
চাঁদের মতো ফুল।


মানুষ হতে হলে তোমার
লাগবে যেটা খুব,
সত্য ন্যায়ের সাগর মাঝে
দিতেই হবে ডুব।


সুখেই হেসো, দুখেই কেঁদো
রেখো নাকো ক্ষোভ,
পরের ভালো দেখে মোটেও
করো নাকো লোভ।


মনের ভীতর হিংসুটে ভাব
রাখবেনা একচুল,
বুকটা চিরে উপড়ে ফেলো
অহংকারের মূল।


তোমার দিকে তাকিয়ে আছে
হাজার তারাকুল,
তুমি আমার সবার প্রিয়
চাঁদের মতো ফুল।