সূর্য এবং চাঁদমামারা ওই আকাশে থাকে
সাজিয়ে রাখে এ দুই মামা এই পৃথিবীটাকে।


চাঁদমামাটার ভেতর আছে কত্ত পাহাড় ঘেরা
আঁকাবাঁকা নদী, পাথর, আলো ছড়ায় এরা
এই মামাটা রাতে আসে
দূর আকাশের কোণে ভাসে
গভীর কালো রাতকে সাজায় উষ্ণ গায়ের ও'মে
শীত এলে কী চাঁদমামাটা যায় কি শীতে জমে!


সূর্যমামার তেজটা ভীষণ দুপুর যখন মাঝে
মাটি, পুকুর, গাছপালারা মরে তারই ঝাঁঝে।
সকালবেলার সূর্য নরম
শীত সকালে গরমগরম
এই মামাকে দিনরা পেয়ে দিন হয়ে যায় ভালো
ইশকুলে যাই, খেলা করি চকচকে পাই আলো।