এক গাঁয়ে এক ছাগল ছিলো
গলার দড়ি খোলা
কুমড়ো ক্ষেতে করতো পাশে
যেতে মানা ভোলা।


ভোলার ছিলো গলার ভয়েস
রাশভারী আর তেজ,
ছাগল কী আর ওসব বোঝে
করলো উঁচু লেজ।


লেজ উঁচিয়ে ছাগল সেদিন
মারলো ভোলার লাথি,
ওরে বাবা! বলে ভোলা-
বললো এ কী হাতি!