সবুজ ধানের শীষে দুলে চাই হতে চাই ধন্যরে,
একটি-দুটি ফড়িং খুঁজি শালিক পাখির জন্যরে।
আঁচল নাড়ে সবুজ পাতা
গাছগাছালির বন্য মাথা
চাই হতে চাই ওদের মতো সবুজ শ্যামল বন্যরে।


শালিক-পাখি-প্রজাপতি সবই আমার বন্ধুরে
কোথায় পাবো তাদের বলো আমার থেকে কোন দূরে।
নূপুর ঝুমুর শুকনো পাতা
গান গেয়ে যায় ওই যে তা তা
এই পেয়েছি দেখবো এবার এই যে আমার মন পুরে।


সাগর গিরি মেঘের ফালি এই প্রকৃতির সৈন্যরে
দেখতে এসব হয়ে আছি সকাল-বিকাল হন্যরে
ঝর্ণা নামে পাহাড় ঘেমে
দেখতে এসব যাইরে থেমে
বুকের ভিতর খুশিতে এই ছোট্ট আমার মন নড়ে।


চাই হতে চাই পাখির মতো ডানা মেলে ঘুরবো রে
চমকে দিয়ে ওই আকাশে ইচ্ছেমতো উড়বো রে
মিষ্টি মিষ্টি ফুলের শোভা
দেখতে বড়ই মনোলোভা  
উড়ে উড়ে ঘুরে ঘুরে বুকের ভিতর পুরবো রে।