ওই দেখা যায় চাঁদের বাড়ি
থরে থরে খাট,
চাঁদমামাটা তারার দেশে
করতে গেছে হাট।


চাঁদের দেশে আছড়ে পড়ে
বিন্দু বিন্দু জল,
চাঁদের বিন্দু স্বর জুড়িতে
বাড়িয়ে দিবে বল।


চাঁদের দেশে বাজার মেলা
কিনতে সহজ দরে,
ভরছে দেখি বইয়ের পাতা
ঊনচল্লিশ স্বরে।


এই দেশেতে তারার নদী
চাঁদ হয়েছে নাও,
চন্দ্রবিন্দু চাঁদের যাত্রী
ভীনদেশে তার গাঁও।


পাঁচটি ধ্বনি বর্ণ মিলে
লাইন ধরে আসে,
চাঁদমামাটা পিছন থেকে
মুচকি দিয়ে হাসে।


হাসিতে তার মুক্তো দানা
ফোঁকলা দাঁতের ফাঁকে,
এই ছবিটা সকাল-দুপুর
খোকন সোনায় আঁকে।