আমার চাওয়ারা
যতিহীন মুখ থুবড়ে থাকে


পাওয়ারাগুলো চাওয়ারাগুলোকে চিবিয়ে খেলেও
গলা দিয়ে শুধু ওঠে
ঢেঁকুরের টক, তবু
ধরা দেয় না এ হাতে, মুখে, পেটে, মাথায়
আর
বৈশাখ আসে আষাঢ়ের সঙ্গী হয়ে
পৌষের স্বপ্ন পেড়ে ফাগুন খায়
অগ্রাণের চাওয়াগুলো এক টুকরো খড়ের মতো বুকের ভেতর ঢুকে যায়


চাওয়াগুলো না পেয়ে পেয়ে
না-পেয়েদের মুখ শুকিয়ে আমচুর হয়ে যায়


এভাবে একটি বছর করে প্রতিবছর কেটে যায়