একটি ঘাতক রোগ এসেছে
ছড়িয়ে এখন দুনিয়া,
বাহক মশা ছড়িয়ে আনে
জ্বরটি চিকনগুনিয়া।


তপ্ত শরীর ঘুরিয়ে আনে
চিন্তা বুদ্ধি মাথা,
কাঁপন ধরে উষ্ণ দেহে
স্বস্তিটা দেয় কাঁথা।


সুস্থ শরীর হঠাৎ করে
নেতিয়ে পড়ে ন্যাতা,
সব শরীরের মত করে
সন্ধিতে হয় ব্যথা।


প্রতিরোধে এগিয়ে এসো
চিন্তার কিছু নাই,
সকাল সন্ধ্যার ঘুমের আগে
মশারী টানাই।