একটা আকাশ খোলা, নীচে
বিশালরকম বিল,
সেই আকাশে বন্ধু দুজন-
শকুন এবং চিল।


শকুন ওড়ে চিলও ওড়ে
সকাল-দুপুর-সন্ধ্যা-ভোরে
বলে তাদের বুকের ব্যথা
পেটের কথা সব
চিনলো না ওই মানুষগুলো
কেমনতরো ঢব!


আগে তাদের আহার ছিলো
মাঠে-ঘাটে খাবার ছিলো
রাজার মত আয়েশি ভাব
ছিলো কত মিল,
মানুষগুলোর স্বার্থ কেমন-
পায়না ভেবে চিল।


মানুষ এখন চায় যে শুধু
নিজের ভাগের লাভ,
সবার মত নেই এখন আর
চিল-শকুনের ভাব।