রান্নাকরা মাছ কোথায় যায়
পারিনা তো আর,
লেজকাটা আর একপা খোড়া
এই বিড়ালটি কার!

থপ থপাথপ আস্তে ফেলে
নরম নরম পা,
যেই গিয়েছি ডাইনে বায়ে
সাবাড় করে তা।

চুরির দায়ে লেজ হারালো
হারালো এক ঠ্যাং,
আজকে ব্যটার করে দেবো
আসল করে চ্যাং।

আজ সারাদিন আছি আমি
দোর খুলে দাড়িয়ে,
বুঝেই যাবে মুখখানা সে
যদি দেয় বাড়িয়ে।