ছোট্ট ডোবার ব্যাঙ ছিলো বেশ মেতে
মিলেমিশে পারতো সবাই  খেতে।
বিপদ দেখলে লড়তো সবাই মিলে
শত্রু এলে খেতো যেন গিলে।
সময় যেত সারাদিন-ই কাজে
সুখের দেখা রোজ সেখানে বাজে।


বড় ডোবার ব্যাঙ ছিলো বেশ দুষ্ট
পরের খেয়ে খেয়ে ছিলো পুষ্ট।
বড় মাছে ফেলতো খেয়ে খাবার
জল পরিবেশ হয়ে যেতো সাবাড়
অলস সময় কাটতো না যেই যখন  
ভাবতো- শান্তি, আসবে তাদের কখন?