এইটুকু এই ছোট্ট মেয়ে
বাজায় মধুর ঢোল
টাক ডুমাডুম টাকলু মাথায়
বাঁধলো গন্ডগোল!


কেউ বলেছে ছোট্ট ও না
হীরে, মানিক যাদুসোনা
কেউ বলেছে আরও–
এই মেয়েটির সাথে কি কেউ
পাল্লা দিতে পারো!


বলতে পারে বইয়ের পড়া
সুকুমারের মজার ছড়া
গড়তে পারে ঘর,
এই বয়সে চেনে সেও
অন্নদাশংকর!


পা ঝুলে সে গাইতে পারে
থেকেও মায়ের কোল,
এসব দেখে ঝাকড়া মাথায়
বাঁধলো গন্ডগোল!