ছোট্ট আমার দেশ
তমাল তরু জারুল ফুলে সেজে থাকে বেশ।


নদীর কিনার ঘেঁষে চলে নৌকা তুলে পাল
তার ওপাশে জেলে ফেলে দু'হাত খুলে জাল।
ধারে সবুজ ধানের লতা চোখ ধাঁধানো বিল
উপুড় হয়ে ঢালছে নীচে আকাশ তাহার নীল।
ধান যেখানে শেষ হয়েছে তারপরেতে গাঁও
রূপ এখানে উপছে পড়ে যেদিক যেথা চাও।


সম্প্রীতির এই দেশটি আমার গর্বে ভরা রূপ
শান্তি হেথায় জোছনা হয়ে পড়ে রে টুপটুপ।