চতুর বিড়াল ফোন করেছে
ইঁদুর ধরে রিং,
কান দুটো তার ফুলায় যেন
আস্ত গরুর শিং।


জানায় বিড়াল- ইঁদুর তুমি
এসো আমার গাঁয়,
মাংশ-পোলাও-কোর্মা যা চাও-
দেবো তোমার তাই।


ইঁদুর শুনে গোঁফের পশম
আঁয়েশ করে নাড়ে,
লোভে জিভের লালা এসে
নাচায় যেন তারে।


এলো ইঁদুর, ঝোপের ধারে
বিড়াল ছিলো বসে,
চতুর বিড়াল পুরলো মুখে
ঘাড় ধরে তার কষে।