ডাল ছুঁয়েছে পাতা
ফুল ছুঁয়েছে মধু
কলার ফুলে সেজে আছে
ঘোমটা পরা বধু।


হাত ছুঁয়েছে গালে
চোখ ছুঁয়েছে নীল,
আকাশ দেখি উপুড় হয়ে
চারদিকে দেয় খিল।


মেঘ ছুঁয়েছে সাগর
ঢেউ ছুঁয়েছে তীর
মৌমাছিরা বাগান জুড়ে
করে শুধু ভীড়।


চুল ছুঁয়েছে মাথা
ভুল ছুঁয়েছে ফুল
এলোমেলো ছোঁয়ারা সব
বাঁধায় হুলস্থুল।