বেগুনগাছে চড়ুইপাখি
তা দিয়ে যায় ডিম,
দুষ্টু কাকের মাথায় ঘোরে
তাই নানারূপ থিম।


বন্ধু হতে হাতটি বাড়ায়
নানান কথায়, কথা কাঁড়ায়
ফুটলো তখন ছা,
সবার সাথে সঙ্গী বেগুন-
ডাল ও পাতারা।


চড়ুইপাখি বাচ্চা রেখে
গেলো দূরের বন
কাক, সুযোগে পুরলো পেটে
চনমনে তার মন!