থেতলে যাওয়া কষ্টকে এক জায়গায় আটকে রাখা যায় না।
শিরা-উপশিরা হয়ে অস্থি-মস্তক-মজ্জা প্রবাহিত হয়ে
সৃষ্টি করে আগ্নেয়গিরির দাবানল।


দাবানল ঠেকাতে চলে আসে সবচেয়ে কাছের সঙ্গী- পেট্রোল দিয়ে নেভাতে!
শুরু হয় শতাব্দীকালের মহাপ্লাবন।

কষ্টরা স্পষ্টত ফিনাইল ফেনাডিন, হেচকি দিয়ে গেড়ে বসে- অনবরত চলতে থাকে গভীর থেকে গভীরে
কতবার ওকে ছুড়ে ফেলতে গিয়েছি!
আমাকে আপনার আপন ভেবে জড়িয়ে ধরেছে!
ঠেলে দেই; ফিরে আসে।
অত সহজে সে কি আর আমাকে ছেড়ে যেতে পারে- এতকালের বাঁধন ছিঁড়ে?