ডাঁসা ডালিম করলো চুরি কে সে!
কে যায় কখন এবার তবে ফেঁসে।
দোষ চলে যায় বুলবুলিটার ঘাড়ে
বরাবরের মতই হাসে আড়ে!
চড়ুইপাখির সাহস আছে যাবার?
মাছরাঙাদের দোষ কে দেবে আবার!


ডালিম দুটো ঢাকা ছিলো পাতায়
এই খবরে বন উঠেছে মাথায়!
ঝগড়া যখন রূপ নিয়েছে ঝড়ে
কাঠবিড়ালি সামনে এসে পড়ে!


সামনাসামনি যখন যে কেউ এলে
এমন করে স্বীকারোক্তি মেলে!
সাপ তখনই কাঠবিড়ালির টানে
মারলো থাবা গোটাদুয়েক কানে।


হড়হড় করে বলল- "আমি খিদায়,
পড়েছিলাম মস্ত অসুবিধায়।
দেখি ডালিম কেমন মজার ডাঁসা
তখন চুরি করতে আমার আসা।
জিভের জলে বুদ্ধি এলো চুরি
গপাৎ করে পেটে দিলাম পুরি।"


-করবো না এই চুরি করা আহার
বলবো না তো মিথ্যা কখনও আর!
চুরি করা সত্যিই বড় চাপের
জেনেছি-ও মিথ্যা বলা পাপের।"