ঘাসফুল, নদীতীরে কাশফুল দোলে
সাদামেঘ তুলতুলে চুলখুলে ফোলে।
সাগরের নীল ঢেউ আছড়াতে জানে
রাখালের গান ওড়ে বাতাসের কানে।


কাক-প্যাঁচা নেচে যায় ঠ্যাং তুলে পায়ে
টগবগে যৌবন গাছেদের গায়ে।
প্যাঁকপ্যাঁক হাঁসগুলো নেমে যায় খালে
উঠে আসে পুঁটিমাছ ঝাঁকঝাঁক জালে।


পাহাড়ের পাশে পাখি আহারের টানে
রোজ তাই খুঁজে পায় জীবনের মানে।
সারিসারি গাছগুলো ডালপালা ছেড়ে
যাবে দেখে যতসব সুন্দর হেরে!