কচিধানের ডগা চিরে বের হলো এক পথ
সেই ডগাতে বসত করে মাজরা পোকার মথ
ডগা কাটে মাজরা পোকা
শেষ করে তার কচি খোকা
ধানের পাশে গুড়োপোকা করে বসবাস
সবুজ পাতা দেখলে পোকার আৎকে ওঠে শ্বাস।


ধানেতে হয় রঙ বেরঙের পোকারা হয় বের
ধানের দাদা, নানা, খালু পায়না তাতে টের
তার পরিচয় ধানের পোকা
খিদে পেটে দিচ্ছে টোকা!
সুস্বাদু রস পাওনা এবং পেটের খোরাক এই
এইটা খেতে একটা বছর কাটে উপোসেই।