ধর ধর ধর-
আমাদের শেষ করে সেজে আছে বর!


আবডালে সিগারেট-মদ-গাঁজা খায়,
নুনগুলো ডলে দেয় চুলকিয়ে ঘায়।
বাইরেই ফিটফাট সাদাসিধা ভাব,
ভিতরের ছায়া গডফাদারের বাপ।


ধর ধর ধর-
যার দানে লেগে থাকে সারাখন ঝড়।


তালগোল পেকে দিয়ে দেখে না তো আর,
বেশ বেশ সুখে থাকে তার পরিবার।
থুতনিতে দাঁত আছে তিনখানা মোট,
ওলোবোলো বিষ ছোঁড়ে তার কাটা ঠোঁট।


ধর ধর ধর-
কষে দিস একখান থাপড়ানো চড়।


বোঝে সে যা সেইটাতো সঠিক বিচার,
ভুল হলে তাও কারো ধারে না সে ধার।
মুখখান হয়ে গেছে এইভাবে ক্ষয়,
ছোট করে পরকে সে নিজে বড় হয়।


ধর ধর ধর-
যেই দিলো পাড়াটাকে আগুনের ঘর।