তোমার নামে পাহাড় ঘামে
ঝর্ণাধারা বয়,
বেঁচে আছি জ্বরা ধরায়
তোমার করুণায়।২বার


মৌমাছি যায় খাবার খোঁজে
ফুলের ভাজে রোজ,
ভ্রমর গাহে গুন গুনাগুন
সেও তো করে ভোজ!
যার দয়াতে সবাই আছে
এই যে দুনিয়ায়।ঐ


সব ঋতুতে সাজ সমাদর
একটুও নেই খুত,
গ্রীষ্মে গরম তপ্ত মরুয়
তবুও বাঁচে উট।


ফল সমাহার বোঁটায় বোঁটায়
পাতার খাঁজে ফুল,
পাখির ঠোঁটে মানুষ বুলি
একটু না ভুল।
এসব চলে এক নিয়মে
তোমার ইশারায়।ঐ